করোনা ভয়কে জয় করলেন এই যুগল

Slider জাতীয় ফুলজান বিবির বাংলা


ঢাকা: চীনে প্রাণঘাতী করনো ভাইরাস ছড়িয়ে পড়েছে সর্বত্র। চীন ছাড়াও বিশ্বের অন্য দেশেও আক্রান্ত হচ্ছেন মানুষ। অনেকে মৃত্যুর কোলে ঢলে পড়ায় আতঙ্ক ছড়িয়েও পড়েছে। এই ভয়াবহ পরিস্থিতিতে স্থগিত করা হয়েছে বিয়েশাদির মতো অনুষ্ঠানাদি। তবে করোনা ভাইরাসের এই ভয়কে জয় করলেন এক প্রেমিক যুগল। চীনের মেয়ে অ্যাঞ্জেল পিং আর ভারতের নাগরিক পিন্টু জানা পরস্পরকে বিয়ে করে প্রমাণ করলেন ভালোবাসার কাছে যেকোনো কিছুই হার মানে।

আনন্দবাজার পত্রিকা বলছে, গত মঙ্গলবার পিন্টুর বাড়িতেই বিয়ের আয়োজন করা হয়। এদিন অ্যাঞ্জেল লাল শাড়ি, চেলি, গহনায় সাজেন।
আর চীন থেকে নবদম্পতিকে মোবাইলের ভিডিও কলে আশীর্বাদ করে অ্যাঞ্জেলের পরিবার।

জানা গেছে, পশ্চিমবঙ্গের পশ্চিম পারুলিয়ার বাসিন্দা পিন্টু সাত বছর আগে কর্মসূত্রে চীনে যান। চীনের গোয়াংপ্রদেশে জামাকাপড়ের ব্যবসা করেন পিন্টুর মামা। সেখানেই কাজ করতে গিয়েছিলেন পিন্টু ও তার ভগ্নিপতি। গোয়াংপ্রদেশের বাসিন্দা অ্যাঞ্জেলদেরও পোশাকের ব্যবসা।
সেই সূত্রে দুজনের দেখা-সাক্ষাৎ ও ভাষার বাধা পেরিয়েই প্রেম। তারা ঘর বাঁধার সিদ্ধান্ত নেন। তাতে বাধ সাধেনি কারও পরিবারই।
মাসখানেক আগে পিন্টু ও অ্যাঞ্জেলের বিয়ের দিনক্ষণ স্থির হয়। তার পরই করোনার কবলে পড়ে চীন। তাতে অবশ্য বিয়ে আটকায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *