হাসপাতালে মামুনুর রশিদ

Slider জাতীয় সাহিত্য ও সাংস্কৃতি

ঢাকা:অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব, নাট্যকার,অভিনেতা ও নাট্য পরিচালক মামুনুর রশীদ। গতকাল থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন তিনি। দীর্ঘদিন ধরে তিনি পেট ব্যথায় ভুগছিলেন। গতকাল পেটের ব্যথা চরম আকার ধারণ করলে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে রোগ পরীক্ষায় জন্য নিয়ে গেলে পেটে আলসার ধরা পড়ে। এরপর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এ বিষয়ে টেলিভিশন নাট্যকার সংঘের সাধারণ সম্পাদক এজাজ মুন্না বলেন, মামুন ভাইয়ের পেটে আলসার ধরা পড়েছে। প্রচন্ড পেট ব্যথা উঠলে তাকে হাসপাতালে নিয়ে আসা হলে এই রোগ ধরা পড়ে। সবকিছু টেস্ট করার পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

আরও কিছু রিপোর্ট বাকি রয়েছে। তবে ভয়ের কোনো কারণ নেই। নাট্যজন মামুনুর রশীদ স্বাধীনতা-উত্তর বাংলাদেশের মঞ্চ আন্দোলনের পথিকৃৎ। তিনি টিভির জন্য অসংখ্য নাটক লিখেছেন এবং অভিনয় করেছেন। নাট্যকলায় বিশেষ অবদানের জন্য ২০১২ সালে তিনি একুশে পদকেও ভূষিত হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *