বিরোধী দলের আস্থা কখনোই ছিল না : সিইসি

Slider জাতীয় সারাদেশ


প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা বলেছেন, নির্বাচন কমিশনের প্রতি বিরোধী দলের কখনোই আস্থা ছিল না, এটি মানসিকতার ব্যাপার বলে উল্লেখ করেন তিনি। বলেন, দুই সিটির নির্বাচনে কেউ বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
আজ শুক্রবার রাজধানীর রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজে সরঞ্জাম বিতরণ কার্যক্রম পরিদর্শনে এসব কথা বলেন সিইসি।
তিনি বলেন, কোনো সন্ত্রাসী যদি কেন্দ্রে অবস্থান নেয়ার চেষ্টা করে, বিশৃঙ্খলা করার চেষ্টা করে তাহলে তাৎক্ষণিক কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

সিইসি বলেন, কমিশন কখনো সব দলের আস্থাভাজন হতে পারেনি। এ অবস্থা থেকে রাজনৈতিক দলগুলোকে বেরিয়ে আসতে হবে। ভোটারদের ভোটকেন্দ্রে আসার আহ্বান জানিয়ে সিইসি বলেন কেন্দ্রের কর্মকর্তারা তাদের যেকোনো সহযোগিতা করবে।

সব নির্বাচনী কর্মকর্তাকে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে দায়িত্ব পালনের নির্দেশ দেন প্রধান নির্বাচন কমিশনার। এছাড়া নীতিমালার মধ্যে দায়িত্ব পালন করতেও পর্যবেক্ষকদের প্রতি আহ্বান জানান তিনি।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *