সিটি নির্বাচনের আগে মুজিব বর্ষের সভা করা উচিত হয়নি

Slider জাতীয় বাংলার মুখোমুখি


ঢাকার দুই সিটির নির্বাচনের দুই দিন আগে কমিশনকে না জানিয়ে আওয়ামী লীগের মুজিব বর্ষের সভা করা উচিত হয়নি বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা।

আজ বৃহস্পতিবার নির্বাচন ভবনে আওয়ামী লীগ ও বিএনপির প্রতিনিধিদলের সঙ্গে বেঠক শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি বলেন, ‘আজকের জনসভার ব্যাপারে (আওয়ামী লীগ) আমাদেরকে কিছু জানায়নি। পরে ওনারাই (বিএনপি) বললেন যে জনসভা হচ্ছে। পরে চেক করে দেখলাম সভা হচ্ছে। সেটা নির্বাচন সংক্রান্ত জনসভা নয়, মুজিব বর্ষের প্রস্তুতি নিয়ে সভা হচ্ছে।’

তিনি বলেন, ‘আমাদের কাছে তারা বলেনি, সেখানে নির্বাচন নিয়ে যদি কিছু না বলে তাতে নির্বাচনের কোড অব কনডাক্ট ভায়োলেট হবে কি না তা আলাদাভাবে বলা নেই।’

সিইসি বলেন, ‘তবে আমি মনে করি নির্বাচনকে সামনে রেখে এই সভাটা তাদের না করাই উচিত ছিল। আর করার দরকার হলে আমাদের অনুমতি বা পরামর্শ নেয়ার দরকার ছিল। কিন্তু তারা সেটি নেননি, আমরা জানিই না।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বিদেশি পর্যবেক্ষকদের মাঠে যাওয়ার কোনো বিধিনিষেধ নেই। স্থানীয় বিভিন্ন দূতাবাসের যারা আছেন তাদের নিবন্ধনের দরকার নেই। আমাদের কাছে তালিকা দিলে আমরা সেই তালিকা অনুযায়ী তাদের অনুমতি দিতে পারি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *