বান্দরবানে ত্রিমুখী সংঘর্ষে সাংবাদিকসহ আহত ৫০

চট্টগ্রাম

songghorsho_54266
বান্দরবান প্রতিনিধি: বান্দরবানে বিএনপি, আওয়ামী লীগ, পুলিশ ত্রিমুখী সংর্ঘষে স্থানীয় সাংবাদিক এইচএম সম্রাটসহ ৫০ জন আহত হয়েছেন। আজ সোমবার বেলা ১২টার দিকে বান্দরবান বাজারে বিএনপির কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটে। এসময় দৈনিক পত্রিকা অফিসসহ ২২টিও ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করা হয়।

৫ জানুয়ারিকে গণতন্ত্র রক্ষা এবং গণতন্ত্র হত্যা দিবস দাবি করে পাল্টাপাল্টি মিছিল করেছে আওয়ামী লীগ-বিএনপির নেতাকর্মীরা। মিছিল চলাকালে বান্দরবান বাজারের তিন নাম্বার গলিতে আওয়ামী লীগ-বিএনপি নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। দফায় দফায় চলে ঘণ্টাব্যাপী সংঘর্ষ। পুলিশের লাঠিচার্জ এবং আওয়ামী লীগ-বিএনপির সংঘর্ষে সাংবাদিক এইচএস সম্রাট, জেলা বিএনপির সভাপতি সাচিং প্রু জেরী, সিনিয়র সহসভাপতি অধ্যাপক মো. ওসমান গনি, পৌর মেয়র মো. জাবেদ রেজা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী মুজিবর রহমান, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মুজিবুর রশীদ, কৃষক লীগের পৌর সেক্রেটারি আবুল বাশার, যুবলীগ কর্মী বিপ্লব, পুলিশ সদস্য খায়রুল, পুলিশ সদস্য মোহাম্মদ মুন্না, পুলিশ সদস্য ইদ্রিসসহ ৩০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। গুরুতর আহতদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এছাড়া দৈনিক সচিত্র মৈত্রীর কার্যালয়, বিএনপি অফিসসহ প্রায় ২২টি দোকানপাট ভাঙচুর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *