গাজীপুরে একই পরিবারের ৩জন অগ্নিদ্বগ্ধ

Slider গ্রাম বাংলা জাতীয় ঢাকা সারাদেশ

10167950_1477126812428187_4242576705385030915_n
ষ্টাফ করেসপনডেন্ট
গ্রাম বাংলা নিউজ২৪.কম
গাজীপুর অফিস: মশার কয়েল থেকে আগুন লেগে একই পরিবারের তিনজন অগ্নিদগ্ধ হয়েছেন। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে তারা মৃত্যুশয্যায় রয়েছেন তবে এখনো মারা যাননি বলে জানিয়েছে পুলিশ।

গাজীপুর মহানগরের ছয়াদানা গ্রামে বুধবার ভোর পৌনে ৪টায় ওই ঘটনা ঘটে।

অগ্নিদ্বগ্ধ তিন জন হলেন, মোঃ জুয়েল মিয়া(২৫), স্ত্রী মুন্নী আক্তার(২০) ও তাদের ৬ মাসের একটি শিশু। ছয়দানা এলাকার জনৈক সফিউদ্দিনের বাড়িতে ভাড়ায় থেকে জুয়েল ও মুন্নী স্থানীয় পোষাক কারখানায় কাজ করতেন।

সকাল ৯টা ২০ মিনিটে ঘটনাস্থলে উপস্থিত জয়দেবপুর থানার উপ-পরিদর্শক(এসআই) আক্রাম হোসেন জানান, আহতরা এখনো মারা যায়নি। তবে তাদের অবস্থা আশংকাজনক।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, একমাত্র সন্তান নিয়ে জুয়েল ও মুন্নী রাতে ঘুমিয়ে ছিলেন। ভোর পৌনে ৪টার দিকে ঘরের ভেতরে আগুন দেখে তারা চিৎকার দেয়। মশার কয়েল থেকে প্রথমে মশারীতে আগুন লেগে তারপর পুরো ঘরে ছড়িয়ে পড়ে। এলাকাবাসী তাৎক্ষনিকভাবে আহতদের উদ্ধার করে সরাসরি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *