ঢাকা:দেশের বিভিন্ন অঞ্চলে মৃদু থেকে মাঝারি আকারে শৈত্যপ্রবাহ বয়ে চলছে। এসব এলাকায় একই স্কেলে আরও দু’ দিন শৈত্যপ্রবাহ থাকতে পারে। এরপর দুই তিন দিন বৃষ্টি হতে পারে। বাড়তে পারে তাপমাত্রা। তবে এরপর আবারও বেড়ে যাবে শীতের তীব্রতা। এমনটিই জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়াবিদ ড. মো. আবুল কালাম মল্লিক সাংবাদিকদের জানান, আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে তেঁতুলিয়ায়, ৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। বর্তমানে যে মৃদু থেকে মাঝারি আকারে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, একই স্কেলে তা আরও দুই-একদিন থাকতে পারে। ২৮শে জানুয়ারি থেকে তাপমাত্রা একটু বৃদ্ধি পেতে পারে।
এরপর ২৯ ও ৩০শে জানুয়ারির দিকে বৃষ্টি হতে পারে। বৃষ্টির সময় তাপমাত্রা আরও একটু বাড়বে। তবে বৃষ্টি শেষে তাপমাত্রা আবার কমে যাবে। তখন শীতের তীব্রতাও বাড়বে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ ড. মো. আবুল কালাম মল্লিক।
আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে, রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগসহ টাঙ্গাইল, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, বরিশাল, শ্রীমঙ্গল ও রাঙামাটি অঞ্চলের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।