বিএসএফ-এর গুলিতে ২ বাংলাদেশি নিহত

Slider জাতীয় সারাদেশ

লালমনিরহাট: লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলার দই খাওয়া এলাকার পূর্ব আমঝোল সীমান্তে বিএসএফ-এর গুলিতে ২ বাংলাদেশি নিহত হয়েছেন। নিহতরা হলেন, সুরুজ আলী ও সুরুজ মিয়া। নিহতদের একজনের লাশ বাংলাদেশ সীমান্তে, অপরজনের ভারত সীমান্তে রয়েছে বলে জানা গেছে। আজ ভোরে এ ঘটনা ঘটে।

বিজিবি ও এলাকাবাসীরা জানান, নিহতরা লালমনিরহাট হাতিবান্ধার পূর্ব আমঝোল সীমান্তে ৯০৭ মেইন পিলারের কাছে গরু আনতে যান। এ সময় ভারতের লাল বাজার বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি করে। এতে তারা দু’জন নিহত হন।

গ্রামবাসীরা ওসমান আলীর পুত্র সুরুজ মিয়ার লাশ উদ্ধার করে নিয়ে আসে।

নিহত অপরজন শাহাজাহান আলীর ছেলে সুরুজ আলীর লাশ ভারতের বিএসএফ কাছে রয়েছে। এ ঘটনায় দই খাওয়া সীমান্তে উত্তেজনা বিরাজ করছে।

লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল এসএম তৌহিদুল আলম (ইঞ্জি.) জানান, একজনের লাশ আমরা পেয়েছি, কিন্তু অপরজনের লাশ ভারতে থাকায় নিহতের পরিবারের লোকজনদের খোঁজ নেয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *