সাদ এরশাদকে রওশন করলেন কো-চেয়ারম্যান, কাদের বানালেন যুগ্ম মহাসচিব

Slider জাতীয় রাজনীতি

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের কেন্দ্রীয় কমিটিতে আরো ২০ জন উপদেষ্টা, ৩৭ জন ভাইস চেয়ারম্যান এবং ১৪ জন যুগ্ম মহাসচিবের নাম ঘোষণা করেছেন। এই নিয়ে পার্টি চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদে সদস্যের সংখ্যা ২৯-এ উন্নীত হলো। ঘোষিত ১৪ জন যুগ্ম সচিবের তালিকায় এরশাদ ও রওশনপুত্র রাহগির আল মাহি সাদ এরশাদের নাম রয়েছে ৯ নম্বরে। এছাড়া গত ১৫ জানুয়ারি জাপার প্রধান উপদেষ্টা ও বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ ১৬ জন নেতাকে পদোন্নতি দেন। এতে সাদ এরশাদসহ ২ জনকে কো-চেয়ারম্যান পদে পদোন্নতি দেন।ওই দিনই জিএম কাদের বলেছিলেন, দলীয় নেতাদের পদোন্নতির এখতিয়ার রওশন এরশাদের নেই। এর ২ দিনের মাথায় জিএম কাদের সাদ এরশাদকে পার্টির যুগ্ম মহাসচিব হিসেবে মনোনয়ন দিলেন। তবে, কো- চেয়ারম্যান ও প্রেসিডিয়াম সদস্য পদে রওশনের তালিকায় নাম থাকলেও জিএম কাদেরের তালিকায় নেই এম এ সাত্তার ও অধ্যাপক দেলোয়ার হোসেন। যে ১০ জনকে প্রেসিডিয়াম বানিয়েছিলেন রওশন তাদের কয়েককজনকে উপদেষ্টা, ভাইস চেয়ারম্যান ও যুগ্ম মহাসচিব পদে রেখেছেন জিএম কাদের। কয়েকজন কোনো তালিকাতেই নেই।

আজ শুক্রবার জাপা চেয়ারম্যানের প্রেস এন্ড পলিটিক্যাল সেক্রেটারি সুনীল শুভরায় স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে উপদেষ্টা, ভাইস চেয়ারম্যান ও যুগ্ম মহাসচিবদের নাম ঘোষণা করা হয়। জিএম কাদের নবম জাতীয় কাউন্সিলের সিদ্ধান্ত এবং গঠনতন্ত্রের ধারা ১২ এর ৩ উপধারা মোতাবেক তাদের মনোনয়ন দেন বলে বলা হয়।

জাপা সূত্র জানায়, ইতোপূর্বে ৯ জন উপদেষ্টার নাম ঘোষণা করা হয়েছে। আজ ২০ জন উপদেষ্টার নাম ঘোষণার মধ্য দিয়ে উপদেষ্টা সংখ্যা দাড়ালো ২৯ জনে। আজ ঘোষিত ২০ উপদেষ্টা হলেন-অধ্যক্ষ রওশন আরা মান্নান এমপি (কুমিল্লা), একেএম মোস্তাফিজুর রহমান (কুড়িগ্রাম), মোঃ সেলিম উদ্দিন (সিলেট), এ্যাড. হাসান সিরাজ সুজা (মাগুরা), মোঃ নোমান (লক্ষ্মীপুর), সোমনাথ দে (বাগেরহাট), এমএম নিয়াজ উদ্দিন (গাজীপুর), আশরাফ উদ দৌলা (কুড়িগ্রাম), এম.এ. কুদ্দুস খান (ঝালকাঠি), মাহমুদুর রহমান মাহমুদ (লক্ষ্মীপুর), এ্যাড. জিয়াউল হক মৃধা (বি-বাড়িয়া), মোঃ লুৎফর রহমান চৌধুরী (গাইবান্ধা), এম.এ. তালহা (নাটোর), দেলোয়ার হোসেন (দিনাজপুর), মোঃ নুরুল ইসলাম মিলন (কুমিল্লা), এ্যাড. গিয়াস উদ্দিন (সিলেট), এ্যাড. একরামুল হক (চাপাই নবাবগঞ্জ), সরদার শাহজাহান (পাবনা), মোঃ আতাউর রহমান সরকার (গাইবান্ধা) এবং মোঃ জহিরুল আলম রুবেল (ঢাকা)।

জাতীয় পার্টির পূর্ণাঙ্গ কমিটি প্রকাশের সময় উপদেষ্টাবৃন্দের দায়িত্ব বন্টন এবং নাম-এর ক্রমানুসার নির্ধারণ করা হবে।

ভাইস চেয়ারম্যান ৩৭ জন

জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ৪১ জন ভাইস চেয়ারম্যানের মধ্যে পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের ৩৭ জন ভাইস চেয়ারম্যানের নাম ঘোষণা করেছেন। যাদের নাম ঘোষণা করা হয়েছে তারা হলেন- মোরশেদ মুরাদ ইব্রাহিম (চট্টগ্রাম), মাহ্জাবিন মোরশেদ (চট্টগ্রাম), শরিফুল ইসলাম জিন্নাহ (বগুড়া), সালা উদ্দিন আহমেদ (নোয়াখালী), এ্যাড. শামসুল আলম মাস্টার (চট্টগ্রাম), হাজী আবু বকর (ঢাকা), মোঃ আরিফুর রহমান খান (গাজীপুর), দেওয়ান আলী (ঢাকা), বাহাউদ্দিন আহমেদ বাবুল (ঢাকা), অধ্যাপক মহসিন ইসলাম হাবুল (বরিশাল), আমানত হোসেন আমানত (ঢাকা), নজরুল ইসলাম (চট্টগ্রাম), মেজর (অব.) মোঃ আব্দুস সালাম (কুড়িগ্রাম), ডা. রুস্তম আলী ফরাজী এমপি (পিরোজপুর), নিগার সুলতানা রানী (রংপুর), মোস্তাকুর রহমান মোস্তাক (ঢাকা), আলহাজ্ব দিদারুল কবির দিদার (চট্টগ্রাম), শফিকুল ইসলাম শফিক (নরসিংদী), আহসান আদেলুর রহমান এমপি (নীলফামারী), গাফ্ফার বিশ্বাস (খুলনা), সিরাজুল ইসলাম (লক্ষ্মীপুর), মোস্তফা আল মাহমুদ (জামালপুর), আব্দুর রউফ মানিক (রংপুর), শফিকুল ইসলাম মধু (খুলনা), শেখ আলমগীর হোসেন (গোপালগঞ্জ), নুরুল ইসলাম ওমর (বগুড়া), সুলতান আহমেদ সেলিম (ঢাকা), মোবারক হোসেন আজাদ (নোয়াখালী), রাকিবা নাসরিন (রংপুর), আবুল মাকসুদ চৌধুরী নান্টু (রংপুর), মিসেস সালমা হোসেন (ঢাকা), আশরাফ সিদ্দিকী (টাঙ্গাইল), এ্যাড. তোফাজ্জল হোসেন (নওগাঁ), শফিউল্লাহ শফি (চাঁদপুর), শাহ-ই আজম (নরসিংদী), মৌলভী মোঃ ইলিয়াস (কক্সবাজার) এবং পনির উদ্দিন আহমেদ এমপি (কুড়িগ্রাম)।

জাতীয় পার্টির পূর্ণাঙ্গ কমিটি প্রকাশের সময় ভাইস চেয়ারম্যানবৃন্দের নামের ক্রমানুসার নির্ধারণ করা হবে।

যুগ্ম মহাসচিব ১৪ জন

জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ১৬ জন যুগ্ম মহাসচিবের মধ্যে পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের ১৪ জন যুগ্ম মহাসচিবের নাম ঘোষণা করেছেন। যাদের নাম ঘোষণা করা হয়েছে তারা হলেন-গোলাম মোহাম্মদ রাজু (মুন্সিগঞ্জ), ইয়াহ হিয়া চৌধুরী (সিলেট), নুরুল ইসলাম দীপু (গাজীপুর), ৪. মো. নোমান মিয়া (মুন্সিগঞ্জ), এস.এম. ইয়াসির (রংপুর), আমিনুল ইসলাম ঝন্টু (সিরাজগঞ্জ), আমির উদ্দিন আহমেদ ঢালু (ঢাকা), এ্যাড.শাহিদা রহমান রিংকু (ঢাকা), রাহগির আল মাহি সাদ এরশাদ (রংপুর), মোঃ শামসুল হক (ঢাকা), আব্দুল হামিদ ভাসানী (বি-বাড়িয়া), এম.এ. মুনিম চৌধুরী বাবু (হবিগঞ্জ), মোঃ আমির হোসেন (কুমিল্লা) এবং ইকবাল হোসেন তাপস (বরিশাল)।

জাতীয় পার্টির ২৯৯ সদস্যের কেন্দ্রীয় কমিটির অন্যান্য পদে নিয়োগের জন্য পার্টি চেয়ারম্যান ২০ জানুয়ারি থেকে আগ্রহী প্রার্থীদের সাক্ষাতকার গ্রহণ করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *