একনেকে ৭ প্রকল্প অনুমোদন

Slider জাতীয় বাংলার সুখবর


সারাদেশে নিরাপদ পানি উৎস স্থাপনসহ ১১ হাজার ৪২ কোটি ১৪ লাখ টাকা ব্যয়ে ৭ প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এর সবগুলো প্রকল্পই সরকারি অর্থায়নে বাস্তাবায়িত হবে।

আজ মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী ও একনেকের চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে এই প্রকল্প অনুমোদন দেয়া হয়। সভা শেষে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান এসব তথ্য জানান।

পাস হওয়া প্রকল্পগুলোর মধ্যে ছয়টি নতুন এবং একটি সংশোধিত প্রকল্প। ৭টি প্রকল্পের মধ্যে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অধীনে ৪টি প্রকল্প। স্থানীয় সরকার বিভাগের অধীনে একটি প্রকল্প। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে একটি ও শিল্প মন্ত্রণালয়ের অধীনে একটি সংশোধিত প্রকল্প পাস হয়।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অধীন একটি প্রকল্প হল ১৩৫ কোটি ৭১ লাখ টাকা ব্যয়ে সিংড়া-গুরুদাসপুর-চাটমহর সড়কের সিংড়া অংশের সড়কে বাঁধ উঁচুকরণসহ পেভমেন্ট পুনঃনির্মাণ প্রশস্তকরণ, ১৩০ কোটি ৮৩ লাখ টাকা ব্যয়ে পুঠিয়া বাগমারা মহাসড়ক যথাযথ মান ও প্রশস্তায় উন্নীতকরণ, ২৮৩ কোটি ৫২ লাখ টাকা ব্যয়ে সুগন্ধা নদীর ভাঙন হতে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু সংলগ্ন ৩.৭৬৫ কিলোমিটার নদী রক্ষাপ্রকল্প এবং জরাজীর্ণ ও অপ্রশস্ত ও গুরুত্বপূর্ণ পয়েন্টে বিদ্যমান বেইলি সেতু এবং আরসিসি সেতু প্রতিস্থাপন।

এছাড়া স্থানীয় সরকার বিভাগের অধীনে ৮ হাজার ৮৫০ কোটি ৭৪ লাখ টাকা ব্যয়ে সারাদেশে নিরাপদ পানি সরবরাহ প্রকল্প অনুমোদন করা হয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে বরিশালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার স্থাপন ও শিল্প মন্ত্রণালয়ের অধীনে সংশোধিত ৩৮ কোটি ৫৬ লাখ টাকা ব্যয়ে নরসিংদী বিসিক শিল্পনগরী সম্প্রসারণ প্রকল্প অনুমোদন হয়েছে।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *