ঢাকা: ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান জয় ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য ভারমুক্ত হলেন। শনিবার সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত পূনর্মিলনীতে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের পূর্ণ দায়িত্ব দেয়ার ঘোষণা দেন। সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত সমাবেশে প্রধানমন্ত্রীর বক্তৃতার আগে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ভারপ্রাপ্ত দুই নেতাকে ভারমুক্ত করতে দলীয় সভাপতির দৃষ্টি আকর্ষণ করেন।
গত ১৪ই সেপ্টেম্বর এই দুই নেতা ভারপ্রাপ্তের দায়িত্ব পান। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন কাজে চাঁদা দাবির অভিযোগ উঠায় সর্বশেষ কাউন্সিলে দায়িত্ব পাওয়া ছাত্রলীগ সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও গোলাম রাব্বানীকে সরিয়ে দিয়ে এ দুই জনকে দায়িত্ব দেন আওয়ামী লীগ সভাপতি। জয় ও লেখক দুজনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। ছাত্রলীগের সর্বশেষ ২৯তম জাতীয় সম্মেলন হয় ২০১৮ সালের ১১ ও ১২ই মে। আগামী মে’র মধ্যে পরবর্তী সম্মেলন করার কথা রয়েছে সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ি।