মেয়র আতিকুলের পদত্যাগ

Slider জাতীয় ঢাকা


পদত্যাগ করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। সোমবার বিকালে তিনি পদত্যাগ করেন। পদত্যাগপত্রে স্বাক্ষর করে ডিএনসিসি সচিবের মাধ্যমে তা স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠিয়েছেন তিনি।

আতিকুল ইসলাম সংবাদ মাধ্যমকে বলেন, ‘একটু আগে পদত্যাগপত্রে স্বাক্ষর করে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছি। আইন অনুয়ায়ী মেয়র পদে থেকে কেউ নির্বাচন করতে পারবেন না।’

ডিএনসিসিতে সোমবারই ছিল তার শেষ কর্মদিবস। পদত্যাগের আগে করপোরেশনের কর্মকর্তা ও কাউন্সিলরদের বৈঠক করেন তিনি।
আসন্ন ডিএনসিসির নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে আতিকুল ইসলামকে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। আইন অনুযায়ী, পদে থেকে কোনও মেয়র নির্বাচন করতে পারবেন না।

আগামী ৩০ জানুয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে মেয়র ও কাউন্সিলর পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

ঢাকা উত্তরের মেয়র আনিসুল হকের মৃত্যুর পর চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে আতিকুল ইসলাম জয়ী হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *