সিটি নির্বাচনের তারিখ পরিবর্তনের আহ্বান টিআইবি’র

Slider জাতীয় ফুলজান বিবির বাংলা


হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব সরস্বতী পূজা উপলক্ষে আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের তারিখ পরিবর্তনের আহ্বান জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সিটি কর্পোরেশন সমূহের নির্বাচনের জন্য কমিশন কর্তৃক নির্ধারিত দিবসের আগের দিন সরস্বতী পূজা হওয়ায় এ দাবি জানায় সংস্থাটি।

গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে টিআইবি জানায়, সনাতন ধর্ম মতে জ্ঞান, সংগীত, শিল্পকলা, বুদ্ধি ও বিদ্যার দেবী সরস্বতী পূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায় বিশেষ করে শিক্ষার্থীরা বাণী অর্চনাসহ নানা অনুষ্ঠানের আয়োজন করে, মন্দির সমূহের পাশাপাশি এসব আয়োজনের মূল কেন্দ্র বিন্দু সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানসমূহ। ঢাকায় অবস্থিত প্রায় প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানেই বরাবরের মতো সরস্বতী পূজা অনুষ্ঠিত হওয়ার কথা। অন্যদিকে নির্বাচন কমিশন আগামী ৩০শে জানুয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনের তারিখ নির্ধারণ করায় অনেক শিক্ষা প্রতিষ্ঠানই ভোট কেন্দ্র হিসেবে ব্যবহৃত হবে। তাই, নির্বাচনী প্রস্তুতির স্বার্থে বড় সংখ্যক শিক্ষা প্রতিষ্ঠানসমূহকে একদিন পূর্বেই নিরাপত্তা বলয়ের আওতায় আনা হতে পারে। এমতাবস্থায় রাজধানীর অনেক শিক্ষাপ্রতিষ্ঠানেই এ বছর ধর্মীয়ভাব-গাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সরস্বতীপূজার উদ্‌যাপন বাধার মুখে পড়বে। এ প্রেক্ষিতে নির্বাচন কমিশনের প্রতি সকল ধর্ম ও ধর্মীয় উৎসবের প্রতি সংবেদনশীলতার পরিচয় দিয়ে সিটি কর্পোরেশন সমূহের নির্বাচনের তারিখ পরিবর্তনের আহ্বান জানাচ্ছে টিআইবি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *