বিএনপির সমাবেশ ৩০ ডিসেম্বর

Slider জাতীয় রাজনীতি


ঢাকা: আগামী ৩০শে ডিসেম্বর রাজধানীতে সমাবেশ করার ঘোষণা দিয়েছে বিএনপি। এদিন গণতন্ত্র হত্যা দিবস হিসেবে পালন করবে তারা। এছাড়া দেশ ব্যাপী বিএনপি কার্যালয়ে কালোপতাকা উত্তোলন এবং নেতা কর্মীরা কালো ব্যাজ ধারন করবেন। ইতিমধ্যে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অথবা নয়াপল্টনে সমাবেশ করার অনুমতি চেয়েছে দলটি।

আজ রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, গোটা জাতির প্রত্যাশা ছিল যে, ২০১৪ সালের বিনাভোটে সরকার গঠন ও ২০১৮ সালের ৩০শে ডিসম্বরের আগের রাতে ভোট ডাকাতির জন্য হয়তোবা তাদের অনুশোচনা হবে। গণতন্ত্র উত্তরণের একটা পথ দেখানো হবে। দেশের অর্থনৈতিক উন্নয়ন, সামাজিক উন্নয়ন, রাজনৈতিক সংকট উত্তরণের জন্য কোনো দিকনির্দেশনা থাকবে। কিন্তু জাতি চরমভাবে হতাশ হয়েছে। কোন পথ কিংবা আশার আলো দেখাতে ব্যর্থ হয়েছে এই কাউন্সিল।

জাতিকে এই মিডনাইট সরকার যে গভীর সংকটে পতিত করেছে সেই সংকট উত্তরণের ইতিবাচক কিছু আসেনি বলেও মন্তব্য করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *