অনশনে শ্রমিক নিহতের প্রতিবাদে গাজীপুরে বিক্ষোভ মিছিল

Slider গ্রাম বাংলা


গাজীপুর: পাটকল শ্রমিক আব্দুস সাত্তার নিহতের প্রতিবাদে গাজীপুরে বিক্ষোভ মিছিল করেছে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সদস্যরা। শুক্রবার ৪টায় সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট গাজীপুর জেলার সভাপতি কমরেড আবদুল লতিফ সিদ্দিকির সভাপতিত্বে খুরশিদ আলম মিথুনের সঞ্চালনায় বাসদ গাজীপুর জেলার সমন্বয়ক কমরেড রাহাত আহমদ। এসময় কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক খালেকুজ্জামান লিপন উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, পাটকল শ্রমিকদের ১১দফা দাবি আদায় করতে গিয়ে আজ আব্দুস সাত্তারকে মরতে হলো। প্লাস্টিক কারখানায় কাজ করতে গিয়ে কেরানিগঞ্জে ১৪ শ্রমিক নিহত হলো,এখন না খেয়ে শ্রমিকদের মরতে হচ্ছে।

দেশে একদিকে বঙ্গবন্ধু বিপিএল খেলার উদ্বোধনী অনুষ্ঠানের নামে বিদেশি চলচ্চিত্র তারকাদের এনে কোটি কোটি টাকা নষ্ট করা হচ্ছে অন্যদিকে আমাদের দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি শ্রমিক শ্রেণি না খেয়ে দাবি আদায় করতে গিয়ে অনশনে মরছে।

আমরা মনে করি এগুলি একেকটা হত্যাকান্ড। এ সমস্ত হত্যাকান্ডের সাথে জড়িতদের শাস্তি দাবি করছি। আর অনতিবিলম্বে এসমস্ত হত্যাকান্ডের কোন সঠিক সমাধান না হলে শ্রমিক শ্রেণি আরো বড় কোন আন্দোলনে নামবে।

পথসভাটি মুক্তমঞ্চের সামনে অনুষ্ঠিত হয়ে লাল পতাকা সম্বলিত সুসজ্জিত একটি বিক্ষোভ মিছিল গাজীপুর রেলগেইট হয়ে শিববাড়ি অফিস প্রাঙ্গণে এসে শেষ হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *