গাজীপুরে হঠাৎ ডায়রিয়ার কারণ জানতে মেয়রের নির্দেশ

Slider জাতীয় সারাদেশ


মো: জাকারিয়া, গাজীপুর: গাজীপুর মহানগরে একটি নির্দিষ্ট এলাকায় হঠাৎ ডায়রিয়ার প্রকোপে ৪ জন মারা যাওয়া ও শতাধিক আক্রান্ত হওয়ার ঘটনায় শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালকে তদন্ত করে কারণ উদঘাটনের নির্দেশ দিয়েছেন জিসিসির মেয়র আলহাজ্ব এডভোকেট মো: জাহাঙ্গীর আলম।

মেয়র বলেন, শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষকে ডায়রিয়ার কারণ নির্নয়ের জন্য ও প্রকোপ মোকাবলায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করতে নির্দেশ দিয়ে জনসচেতনতা সৃষ্টির জন্য মাইকিং করতে বলা হয়েছে। একই সাথে ডায়রিয়ার কারণ কি পানিবাহিত না পরিবেশগত কোন কারণ, তা জানতে হবে।

মেয়র ডায়রিয়া মোকাবেলায় সব ধরণের ব্যবস্থা গ্রহনে কাজ করছে বলে জানান তিনি।

প্রসঙ্গত: ৮ ডিসেম্বর থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত গাজীপুর মহানগরের পূর্বচান্দনা এলাকায় হঠাৎ ডায়রিয়ার প্রকোপ দেখা দেয়। এতে ৪জন মারা যায় ও শতাধিক আক্রান্ত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *