‘গাম্বিয়া গাম্বিয়া’ স্লোগানে মুখর রোহিঙ্গা ক্যাম্প

Slider জাতীয় সারাদেশ

ডেস্ক | গাম্বিয়া গাম্বিয়া স্লোগানে মুখর হয়ে ওঠেছে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প। পশ্চিম আফ্রিকার এ দেশটি রোহিঙ্গা জনগোষ্ঠির ওপর গণহত্যা চালানোর অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে গত ১১ই নভেম্বর আন্তর্জাতিক বিচারিক আদালতে মামলা করেছে। আজ এ ইস্যুতে আদালতে শুনানি শুরু হচ্ছে।

এর প্রেক্ষিতে সকালে কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে আইসিজে গণহত্যার বিচারের আগে ‘গাম্বিয়া, গাম্বিয়া!’ স্লোগানে মুখর করে তোলেন রোহিঙ্গারা। সাইফুর রহমান নামে এক ব্যক্তি তার টুইটে এ স্লোগানের একটি ভিডিও চিত্র প্রকাশ করেন।

মামলায় মিয়ানমার গণহত্যা, ধর্ষণ এবং সম্প্রদায় ধ্বংসের মাধ্যমে রোহিঙ্গাদের ধ্বংস করার উদ্দেশ্যে গণহত্যামূলক কাজ করেছে বলে অভিযোগ করেছে গাম্বিয়া।

উল্লেখ্য, গাম্বিয়ার দায়ের করা মামলার শুনানির জন্য ১০-১২ই ডিসেম্বর পর্যন্ত তারিখ নির্ধারণ করা হয়েছে। প্রথম ধাপে আজ ১০ই ডিসেম্বর শুনানি করবে গাম্বিয়া। আর ১১ই ডিসেম্বর শুনানি করবে মিয়ানমার। এরপর ১২ই ডিসেম্বর এক সঙ্গে দু’দেশে শুনানি হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *