কাওরাইদ বাজারে লেভেল ক্রসিংয়ের দাবিতে মানববন্ধন

Slider গ্রাম বাংলা

রাতুল মন্ডল শ্রীপুর: গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ বাজারে গুরুত্বপূর্ণ রেল ক্রসিংয়ে লেভেল ক্রসিং এর দাবিতেমানববন্ধন পালন করেছে এলাকাবাসী।

(৭ ডিসেম্বর শনিবার) বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলার কাওরাইদ বাজারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে শিক্ষক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

জানাযায়, অরক্ষিত এই রেললাইন পার হয়েই প্রতিদিন শত শত ছাত্র-ছাত্রী ও বিভিন্ন শ্রেণী পেশার হাজারও মানুষকে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হয়।এ অবস্থায় দীর্ঘদিন ধরে ধারাবাহিক আন্দোলন করছেন স্থানীয়রা একটি লেভেল ক্রসিং নির্মাণের দাবিতে ।

লেভেল ক্রসিং স্থাপনের দাবিতে মানববন্ধনে ব্যারিস্টার মামুন খানের সভাপতিত্বে ও ছাত্রলীগ নেতা রাহাত আকন্দের সঞ্চালনায় জনপ্রতিনিধি, শিক্ষক, ও সুশীলসমাজের প্রতিনিধিগণ বক্তব্য রাখেন।

মানববন্ধনে বক্তরা অভিলম্বে রেলের লেভেল ক্রসিং স্থাপনে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলেন, আর যেন কোনো অনাকাঙ্ক্ষিত দূর্ঘটনায় যেন কোন মায়ের বুক খালি না হয়, তাই অতি দ্রুত এখানে একটি লেভেল ক্রসিং নির্মাণের আহবান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *