ফের এজলাসে প্রধান বিচারপতি, হট্টগোল চলছেই

Slider জাতীয় বাংলার আদালত


ফের এজলাসে প্রবেশ করেছেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ৬ বিচারপতির আপিল বেঞ্চ। সকাল ১১টা ৪৫ মিনিটে তারা এজলাসে প্রবেশ করেন। পরে আওয়ামীপন্থি আইনজীবীরাও এজলাসে প্রবেশ করলে আবারও তুমুল হট্টগোল শুরু হয়।

এর আগে খালেদা জিয়ার জামিন শুনানি পেছানোয় হট্টগোল শুরু হলে সকাল ১০টার দিকে দিকে এজলাস ত্যাগ করেন তারা।

দ্বিতীয় বার এজলাসে প্রবেশ করার পর বিএনপিপন্থি আইনজীবীদের পক্ষে ব্যারিস্টার খন্দকার মাহবুব হোসেন বলেন, আমরা মানবিক দিক থেকে বেগম জিয়ার জামিন চাই। তিনি অসুস্থ্য। তার চিকিৎসা দরকার। মাহবুব হোসেন আদালতকে বলেন, প্রয়োজনে এখনই রিপোর্ট আনতে কল করেন।

তার এ কথার জবাবে প্রধান বিচারপতি বলেন, ইতিমধ্যে এই শুনানির অর্ডার হয়ে গেছে। এখন আর শুনবো না। আগামী বৃহস্পতিবার শুনবো আপনাদের কথা।

এ সময় বিএনপিপন্থি আইনজীবীরা হই চই শুরু করেন। বলেন, ওই ওয়ান্ট জাস্টিস। প্রধান বিচারপতি তাদের কথা না শোনায় সিনিয়র আইনজীবীরা এজলাস থেকে বের হয়ে যেতে চান। এ সময় জুনিয়র আইনজীবীরা তাদের বাধা দেন। তারা সেখানেই অবস্থানের ঘোষণা দেন।

পরে ব্যারিস্টার ফজলে নূর তাপসের নেতৃত্বে আওয়ামী লীগপন্থি আইনজীবীরা এজলাসে প্রবেশ করেন। দু’পক্ষের আইনজীবীদের মধ্যে বাকবিতন্ডা ও তুমুল হট্টগোল শুরু হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *