লক্ষ্মীপুরে দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

Slider চট্টগ্রাম জাতীয়


লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে গুলিবিদ্ধ অবস্থায় শাহাদাত হোসেন ও খোরশেদ আলম নামে দুই যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ বলছে, দুই সন্ত্রাসী বাহিনীর গোলাগুলিতে তারা নিহত হয়।

আজ বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) ভোর রাতে সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের বকুলতলা এলাকা থেকে তাদের উদ্ধার করে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে একটি বন্দুক, ৪ রাউন্ড গুলি, ৫টি গুলির খোসা এবং দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

নিহত শাহাদাত উপজেলার দর্জিপাড়া গ্রামের আবু তাহেরের ছেলে ও খোরশেদ বড়ইতলা গ্রামের তোফায়েল আহমেদের ছেলে।

পুলিশ জানায়, গভীর রাতে গোলাগুলির আওয়াজ শুনে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে তারা ওই দুই যুবককে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এসময় ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

দত্তপাড়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মজিবুর রহমান বলেন, ধারণা করা হচ্ছে অভ্যন্তরীণ কোন্দলে দুই সন্ত্রাসী বাহিনীর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধ হয়ে যেকোন বাহিনীর সদস্যদের মধ্যে ওই দুই যুবক নিহত হয়েছে। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে রাখা আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *