রাজধানীতে আবাসিক হোটেল থেকে লাশ উদ্ধার

Slider জাতীয় ফুলজান বিবির বাংলা


রাজধানীর ফকিরাপুলের আবাসিক হোটেল থেকে গিয়াস উদ্দিন (২০) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার রাতে মতিঝিল থানা পুলিশ ফকিরাপুলের রহমানিয়া আবাসিক হোটেল থেকে লাশটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য আজ সকালে ঢাকা মেডিকেল কলেজ মর্গে নেয়া হয়।

চট্টগ্রাম রাউজান উপজেলার শাহনগর গ্রামের মৃত নুর ইসলামের ছেলে গিয়াস। কাভার্ডভ্যানের হেল্পার হিসেবে কাজ করতেন তিনি। ৪ ভাইয়ের মধ্যে তিনি ছিলেন সবার ছোট।

মৃত গিয়াসের বড় ভাই মো. সিদ্দিক জানান, সে চট্টগ্রামেই থাকতো। কাভার্ডভ্যান নিয়ে মাঝেমাঝেই ঢাকায় আসতো। এইবার সে কবে এসেছে তা জানি না।
গতরাত সাড়ে ১১টার দিকে পুলিশের মাধ্যমে খবর পেয়ে হাসপাতালে এসে তার লাশ দেখতে পাই।

মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিন আরাফাত জানান, হোটেলের রেজিস্ট্রার খাতা থেকে জানা গেছে, গিয়াস চলতি মাসের ১লা তারিখে হোটেলের ২য় তলার ২০৫ নম্বর রুম ভাড়া নেয়। গতকাল সন্ধ্যায় হোটেলের লোকজন তার রুমের দরজা বন্ধ পায়। অনেক ডাকাডাকি করেও দরজা না খুললে পুলিশে দেয়। পুলিশ অফিসার গিয়ে হোটেলের দরজা ভাঙে। পরে ভেতর থেকে ফ্যানের সঙ্গে বিছানার চাদর দিয়ে গলায় ফাঁস দেয়া অবস্থায় দেখতে পায়। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। গলায় ফাঁস দেয়ার কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *