রাজধানীর মিরপুর মডেল থানা এলাকার একটি বাসা থেকে দুটি লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাত পৌনে ৭টার দিকে লাশ দুটি উদ্ধার করা হয়। নিহতরা হচ্ছেন, ওই বাসার গৃহকর্ত্রী কমলা বেগম (৬০) ও গৃহকর্মী সুমি (২০)। মিরপুর-২ এর দুই নম্বর সড়কের নয় নম্বর বাড়ির চতুর্থ তলার বাসা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ডিএমপি’র ক্রাইম সিন ইউনিট। লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ। ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে তাদের হত্যা করেছে। মিরপুর মডেল থানার পরিদর্শক সৈয়দ মোহাম্মদ আক্তার হোসেন জানান, নিহতরা ওই বাসার ভাড়াটে।