এই বিচার বাংলাদেশের জন্য মাইলফলক হয়ে থাকবে

Slider জাতীয় ফুলজান বিবির বাংলা

ঢাকা: গুলশানের হলি আর্টিজান বেকারীতে সন্ত্রাসী হামলায় সমাপ্ত হওয়ার বিষয়টি লক্ষ্য করেছে যুক্তরাষ্ট্র। এই রায়ের ফলে সেদিনের নির্মম হত্যার শিকার পরিবারগুলো কিছুটা হলেও শান্তি পাবে। এই বিচার বাংলাদেশের জন্য মাইলফলক হয়ে থাকবে বলে মনে করছেন যুক্তরাষ্ট্র।

গণমাধ্যমে পাঠানো ঢাকাস্থ অমেরিকান অ্যাম্বাসির এক বিবৃতিতে এ কথা জানানো হয়। বিবৃতিতে বলা হয়,এই হামলার পুরো তদন্ত কাজে সহযোগিতা করতে পেরে যুক্তরাষ্ট্র সম্মানিত বোধ করছে। যুক্তরাষ্ট্র সবসময় বাংলাদেশের সন্ত্রাস প্রতিরোধ ও বিশেষ করে আইনের শাসন উন্নয়ন সহায়তা করতে সবসময় পাশে থাকবে।
বিবৃতি আরো বলা হয় ,ভাবগম্ভীর মূহুর্তে এই হত্যাকান্ডের শিকার সাধারণ নাগরিক এবং ঘৃণ্য ওই সন্ত্রাসী হামলার মোকাবেলায় হতহত বাংলাদেশী আইনপ্রয়োগকারী সংস্থার কর্মকর্তাদের প্রিয়জনদের প্রতি যুক্তরাষ্ট্র পুনরায় গভীর শোকপ্রকাশ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *