শিশু জিয়াদকে জীবিত উদ্ধারের ব্যর্থতা তদন্তে উচ্চক্ষমতাসম্পন্ন কমিটি গঠন এবং জিহাদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চেয়ে রিট দায়ের করা হয়েছে। রিটে জিহাদের বাবাকে পুলিশের অধীনে আটক রাখার বিষয়ে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণেরও নির্দেশনা চাওয়া হয়েছে। এ ছাড়া ভবিষ্যতে যাতে এ ধরনের কোনো ঘটনা যাতে না ঘটে সে জন্য সংশ্লিষ্টদের প্রতি আদেশ চাওয়া হয়েছে ওই রিটে। হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আজ রবিবার বিকেলে সৈয়দ মইনুল হকের পক্ষে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল রিটটি দায়ের করেন।
শাহজাহানপুরে শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে বন্ধুদের সঙ্গে খেলতে গিয়ে রেলওয়ে কলোনির একটি পরিত্যক্ত পাইপের মধ্যে পড়ে যায় সাড়ে তিন বছর বয়সী শিশু জিয়াদ। এর ২৩ ঘণ্টা পর ওই পাইপ থেকেই উদ্ধার করা হয় তার লাশ। ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করার আধা ঘণ্টার মাথায় স্থানীয়রা উদ্ধার করেন শিশু জিয়াদের লাশ। শনিবার বিকেল ৩টার দিকে শাহজাহানপুর রেলওয়ে কলোনির পরিত্যক্ত পাইপ থেকেই নিজেদের তৈরি করা বর্শার মতো অ্যাঙ্গেল দিয়ে জিয়াদকে টেনে তোলেন উদ্ধারকর্মীরা।
এর পর পরই তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. রিয়াজ মোর্শেদ পরীক্ষা-নিরীক্ষা ও ইসিজি করার পর জিয়াদকে মৃত বলে ঘোষণা করেন। এদিকে, শুক্রবার রাত ৩টার দিকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ঘটনাস্থলে উপস্থিত হয়ে শিশু জিয়াদের নিখোঁজ হওয়ার বিষয়টি ‘গুজব’ বলে উল্লেখ করেন। এর পর পরই জিয়াদের বাবাকে আটক করে নিয়ে যায় পুলিশ।
শাহজাহানপুরে শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে বন্ধুদের সঙ্গে খেলতে গিয়ে রেলওয়ে কলোনির একটি পরিত্যক্ত পাইপের মধ্যে পড়ে যায় সাড়ে তিন বছর বয়সী শিশু জিয়াদ। এর ২৩ ঘণ্টা পর ওই পাইপ থেকেই উদ্ধার করা হয় তার লাশ। ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করার আধা ঘণ্টার মাথায় স্থানীয়রা উদ্ধার করেন শিশু জিয়াদের লাশ। শনিবার বিকেল ৩টার দিকে শাহজাহানপুর রেলওয়ে কলোনির পরিত্যক্ত পাইপ থেকেই নিজেদের তৈরি করা বর্শার মতো অ্যাঙ্গেল দিয়ে জিয়াদকে টেনে তোলেন উদ্ধারকর্মীরা।
এর পর পরই তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. রিয়াজ মোর্শেদ পরীক্ষা-নিরীক্ষা ও ইসিজি করার পর জিয়াদকে মৃত বলে ঘোষণা করেন। এদিকে, শুক্রবার রাত ৩টার দিকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ঘটনাস্থলে উপস্থিত হয়ে শিশু জিয়াদের নিখোঁজ হওয়ার বিষয়টি ‘গুজব’ বলে উল্লেখ করেন। এর পর পরই জিয়াদের বাবাকে আটক করে নিয়ে যায় পুলিশ।