ইদানীং বলি সুন্দরীরা বেশ প্রতিবাদী হয়ে উঠেছেন। অনেক দিন ধরেই তাঁরা পারিশ্রমিক বাড়ানোর দাবিতে সরব হয়েছেন। তাদের বক্তব্য, সমপরিশ্রম করেও তাঁরা নায়কদের পারিশ্রমিকের অর্ধেকও পান না। তবে পারিশ্রমিকের পর এবার তাঁদের মুখে শোনা গেল নতুন এক প্রতিবাদের সুর। তাঁদের কথায়, দর্শকরা যদি নায়কদের তাঁদের হাঁটুর বয়সের মেয়ের সঙ্গে রোমান্স করতে দেখতে পারে, তাহলে নায়িকাদের বেলায় এর অন্যথা কেন? এই প্রশ্ন তুলেছেন বলিউডের কুইন প্রিয়াঙ্কা চোপড়া।
সম্প্রতি সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, ৪০-৫০ বছর পার করে গেছেন এমন নায়করা যদি তাঁদের অর্ধেক বয়সের মেয়ের সঙ্গে রোমান্স করতে পারে তাহলে বয়সে বড় নায়িকারা কেন পারবেন না?
এই বিষয়ে তিনি ভারতীয় দর্শকদের মানসিকতাকে দায়ী করেছেন। তাঁর মতে, সমাজ সবসময় একজন বয়সে বড় ছেলের সঙ্গে ছোট মেয়েকে মেনে নিতে পারে কিন্তু উল্টোটা কখনোই পারে না ৷বর্তমানে প্রিয়াঙ্কা অভিনয়ের পাশাপাশি সিনেমা প্রযোজনাতেও মন দিয়েছেন। ম্যাডাম জি নামে একটি ছবিতে প্রথম প্রযোজনা করছেন বলিউডের মেরি কম।
সম্প্রতি সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, ৪০-৫০ বছর পার করে গেছেন এমন নায়করা যদি তাঁদের অর্ধেক বয়সের মেয়ের সঙ্গে রোমান্স করতে পারে তাহলে বয়সে বড় নায়িকারা কেন পারবেন না?
এই বিষয়ে তিনি ভারতীয় দর্শকদের মানসিকতাকে দায়ী করেছেন। তাঁর মতে, সমাজ সবসময় একজন বয়সে বড় ছেলের সঙ্গে ছোট মেয়েকে মেনে নিতে পারে কিন্তু উল্টোটা কখনোই পারে না ৷বর্তমানে প্রিয়াঙ্কা অভিনয়ের পাশাপাশি সিনেমা প্রযোজনাতেও মন দিয়েছেন। ম্যাডাম জি নামে একটি ছবিতে প্রথম প্রযোজনা করছেন বলিউডের মেরি কম।