সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধাদের বয়সসীমা ৬০

Slider জাতীয় বাংলার সুখবর

সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধাদের বয়সসীমা এখন থেকে ৬০ বছর থাকবে বলে রায় দিয়েছেন আপিল বিভাগ। আজ সুপ্রিম কোর্টের ওয়েব সাইটে পূর্ণাঙ্গ এ রায় প্রকাশ করা হয়।
প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এ রায় দেন। রায়টি লিখেছেন বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। বেঞ্চের অপর সদস্যরা এতে একমত পোষণ করেছে।

রায়ে আপিল বিভাগ বলেন, মুক্তিযোদ্ধাদের বয়সসীমা ৬১ করে হাইকোর্ট যে রায় দিয়েছে তা তাদের ক্ষমতার বাইরে গিয়ে করেছেন। আপিল বিভাগ পর্যবেক্ষণে আরও বলেন, কোনো রিট মামলায় হাইকোর্ট কোনও আইন সংশোধন বা পরিবর্তন করার কথা বলতে পারে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *