১৬তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা আগামীকাল

Slider জাতীয় বাংলার মুখোমুখি


১৬তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা শুরু হচ্ছে আগমীকাল। এই পরীক্ষা শেষ হবে শনিবার। প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ ২ লাখ ২৮ হাজার ৪৪২ জন প্রার্থী লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করার কথা রয়েছে। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) সূত্রে এসব তথ্য জানা যায়।

এনটিআরসিএ থেকে জানা যায়, আজ সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত স্কুল পর্যায়-২ ও স্কুল পর্যায়ের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। শনিবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কলেজ পর্যায়ের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১৬তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার প্রবেশপত্র অনলাইনে দেয়া হয়েছে। প্রার্থীরা ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করে লিখিত পরীক্ষায় অংশ নিতে পারবেন। ডাউনলোড করা প্রবেশপত্রের প্রিন্ট কপি লিখিত পরীক্ষার সময় দেখাতে হবে।
এছাড়াও প্রবেশপত্রে লিখিত পরীক্ষার ভেন্যু উল্লেখ থাকবে।

উল্লেখ্য, ১৬তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষায় পাসের হার ছিল ২৩ দশমিক ৮২ ভাগ। ৯ লাখ ৫৯ হাজার ১৮৫ জন ১৬তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *