প্রথম ছবি নিয়ে ব্যস্ত কমেডি নাইটস এর কপিল শর্মা

বিনোদন ও মিডিয়া

image_168517.kapil sharmaসিনেমায় অভিষেক ঘটতে যাচ্ছে ‘কমেডি নাইটস উইথ কপিল’ তারকা কপিলের। বড় মাপের প্রোডাকশন হাউজ কমেডি ছবি বেশ হিট করতে পারে। তবে কপিল শর্মার জন্যে এটিই প্রথম বিষয়। এর আগে বড় কোনো শিরোনাম হননি কপিল। কিন্তু এবার কি পারবেন?

তবে ২০১৪ সালটিকে নিজের বছর বলেই মনে করেন কপিল। কারণ ২০১৩ সালে থেকেই তার ক্যারিয়ারে জনপ্রিয়তা পেতে শুরু করেন তিনি। কমেডি উইথ কপিল দারুণ হিট একটি শো। তা ছাড়া এই বছরই আব্বাস-মাস্তানের সঙ্গে একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন। তবে মানুষ শুধু বিখ্যাতদের নিয়েই কথা বলতে উৎসাহী বলেও মনে করেন কপিল।
স্বাভাবিকভাবেই এখন খবরে আসতে থাকবেন কপিল। কিন্তু প্রচারণা পেতে তেমন পছন্দ করেন না বলেই জানান। খুব কম ইন্টারভিউ দিয়েছেন জীবনে। নিজের বিষয়ে খুব বেশি কথাও বলেন না। তাই প্রচারণা নয়, মানুষ চাইলেই তিনি বিখ্যাত হবেন বলে জানান কপিল।
এ বছর শেষ। কাজেই আগামী বছর নিয়ে বলতে গিয়ে তিনি বলেন, বর্তমানে আমি ওজন কমানোর চেষ্টায় রয়েছি। আগামী বছর দুইটি ছবি করতে পারি। আমি আসলে প্রস্তাব পাচ্ছি। তবে প্রথমটি নিয়ে আগে কাজ করতে চাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *