জাবি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা, হল ত্যাগের নির্দেশ

Slider জাতীয় শিক্ষা সারাদেশ


জাবি: আন্দোলনকারীদের ওপর হামলার পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। বিকেল সাড়ে ৪টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেয়া হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের উদ্ভূত পরিস্থিতিতে ভিসি অধ্যাপক ফারজানা ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এক জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

এর আগে সকাল ১১টার দিকে ভিসির বাসভবন ঘেরাও করে থাকা শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলা করে ছাত্রলীগের নেতাকর্মীরা। এ ঘটনায় সাংবাদিকসহ অন্তত ৩৫ জন আহত হয়েছেন।

এদিকে হামলার ঘটনার পরও ভিসির অপসারণ দাবিতে আন্দোলনকারীরা ভিসির বাসভবনের সামনে অবস্থান অব্যাহত রেখেছেন। এ রিপোর্ট লেখার সময় আন্দোলনকারীরা ভিসি বিরোধী ও বিশ্ববিদ্যালয় বন্ধের বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছিলেন ও বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন।

এর আগে, সোমবার সন্ধ্যা সোয়া ৭টা থেকে ভিসির বাসভবন অবরোধ করে রাখে আন্দোলনকারীরা। এসময় জাবি ভিসি নিজের বাসভবনেই ছিলেন।

দুর্নীতির অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ভিসির অপসারণ দাবিতে চলমান অবরোধে টানা ১০ দিন প্রশাসনিক কার্যক্রম স্থবির হয়ে রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *