ইমরান খানকে হটাতে দু’দিনের আল্টিমেটাম

Slider জাতীয় সারাবিশ্ব


ডেস্ক | পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে হটাতে ৪৮ ঘণ্টার (২ দিন) সময় বেধে দিয়েছে দেশটির সরকার বিরোধী পক্ষ। জমিয়তে উলামা-ই-ইসলামের প্রধান মাওলানা ফজলুর রহমান এ ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, ইমরান যদি এই সময়ের মধ্যে পদ থেকে সরে না দাঁড়ান, তবে আমরা ভিন্ন কৌশল নিতে বাধ্য হবো। এরপরে আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে যাবে।

ইমরান বিরোধীদের অভিযোগ, ২০১৮ সালে ভোটে ব্যাপক কারচুপির করে ক্ষমতায় এসেছেন ইমরান খান। এমন ভূয়া সরকারের ক্ষমতায় থাকার কোনও অধিকার নেই। এ খবর দিয়েছে রয়টার্স, ইন্ডিয়া টুডে ও এনডিটিভি।

এর আগে ইমরান খানকে উৎখাতে গত বুধবার লাহোর থেকে ‘আজাদি মার্চ’ শুরু হয়। এর নেতৃত্বে আছেন দেশটির জামায়াতে উলামায়ে ইসলাম (জেইউআই) পার্টির আমির প্রধান মাওলানা ফজলুর রহমান। আজাদি মার্চের মিছিলে শামিল হয় পাকিস্তান পিপল’স পার্টি (পিপিপি), আওয়ামী ন্যাশনাল পার্টির (এএনপি) নেতারা।

সরকার উৎখাতে এই মিছিলটি বৃহস্পতিবার রাজধানী ইসলামাবাদে এসে পৌঁছায়। মিছিলে হাজার হাজার জনতা যোগ দেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *