ঢাকা: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ভর্তি পরীক্ষায় অংশ নেয়া শিক্ষার্থীর পিতার মৃত্যু হয়েছে। বুধবার সন্তানের ভর্তি পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে শাটল ট্রেনে মৃত্যুর কোলে ঢলে পড়েন মৃণাল দাশ (৩৯) নামে এই অভিভাবক। পাবিলক বিশ্ববিদ্যালয়ে পৃথক পৃথক ভর্তি পরীক্ষা হওয়ায় যাতাযাতের পথে মারা গেলেন এই অভিভাবক।
২০১৯-২০ শিক্ষাবর্ষের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার চতুর্থ দিনের পরীক্ষা শেষে ফেরার পথে শাটল ট্রেনে অত্যধিক গরমে হিটস্ট্রোকে তিনি মারা যান বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের প্রধান ডা. মোহাম্মদ আবু তৈয়ব বিষয়টি নিশ্চিত করে বলেন, ধারণা করা হচ্ছে স্ট্রোক করার পর মেডিকেলে আনার পথে তিনি মারা গেছেন। বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
ভর্তি পরীক্ষায় অংশ নেয়া ছাত্রীর নাম তিন্নি দাশ। তাদের বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার আমিলাশ গ্রামে।
জানা যায়, ওই ব্যক্তির মেয়ে ‘সি’ইউনিটের ভর্তি পরীক্ষার্থী ছিলেন। পরীক্ষা শেষে ট্রেনে করে বাড়ি ফেরার পথে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মৃণাল। এ সময় প্রত্যক্ষদর্শীরা ওই অভিভাবককে দ্রুত বিশ্ববিদ্যালয়ের মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অভিভাবকদের অভিমত, মেডিক্যালে ভর্তি পরীক্ষারমত এক সাথে ভর্তি পরীক্ষা হলে এই অভিভাবককে হয়ত মারা যেতে হতো না।