গাজীপুরে কচি-কাঁচা একাডেমিতে দিনব্যাপী বইমেলা শুরু

Slider গ্রাম বাংলা সাহিত্য ও সাংস্কৃতি


গাজীপুর: বাংলা কবিতা দিবস উপলক্ষে গাজীপুর সদর উপজেলাধীন নয়নপুর গ্রামের কচি-কাঁচা একাডেমি প্রাঙ্গনে প্রতি বছরের মতো এবারও আজ(শনিবার) দিনব্যাপী বইমেলা শুরু হয়েছে।

বাংলা ভাষা সাহিত্য সংস্কৃতি চর্চা কেন্দ্রের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে বইমেলা ছাড়াও স্বরচিত কবিতা পাঠ, আবৃত্তি, নতুন বইয়ের মোড়ক উন্মোচন, সাযযাদ কাদির স্মৃতি পুরস্কার, আলোচনা ও সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

সকালে বইমেলা উদ্বোধন করেন প্রবীন শিক্ষক বিমল চন্দ্র বর্মণ। পায়রা উড়িয়ে বাংলা কবিতা দিবসের উদ্বোধন করেন কবি রোকেয়া ইউসুফ। স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠান আয়োজক বিশিষ্ট সাংবাদিক, শিক্ষাবিদ ও শিশু সংগঠক প্রিন্সিপাল ইকবাল সিদ্দিকী। বিরূপ আবহাওয়ার মধ্যেও বিপুল সংখ্যক শিশু-কিশোর ও কবি উপস্থিত হয়েছেন বাংলা কবিতা দিবসের আয়োজনে।


আজ বিকেল ৫টা পর্যন্ত এই কর্মসূচি চলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *