কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: কালীগঞ্জ পৌরসভার চান্দাইয়া আফাইনার বিল এলাকা থেকে এমরান হোসেন (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে ইয়াবাসহ আটক করেছে কালীগঞ্জ থানা পুলিশ। দীর্ঘদিন যাবত মাদক ব্যবসায়ী এমরান আফাইনার বিল এলাকা থেকে সুকৌশলে ইয়াবা বিক্রি করে আসছে। কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. সুলতানউদ্দিন খান তার সঙ্গীয় ফোর্স নিয়ে সোমবার গভীর রাতে ওই এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা বিক্রিরত অবস্থায় ১২ পিচ ইয়াবাসহ এমরানকে আটক করে। কালীগঞ্জ পৌরসভার ভাদগাতী এলাকার মৃত বিল্লাল হোসেনের ছেলে মাদক ব্যবসায়ী এমরান। তার বিরুদ্ধে কালীগঞ্জ থানায় ২০০৮ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬ (১) এর ১০ (ক) ধারায় মামলা রুজু করা হয়, যার নম্বর ১৮। মঙ্গলবার দুপুর এমরানকে গাজীপুর বিজ্ঞ আদালতে পাঠালে আদালত তাকে জেলহাজতে প্রেরণ করে।
কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. সুলতানউদ্দিন খান বলেন, এমরান দীর্ঘদিন যাবত আফাইনা বিলে থেকে ইয়াবা বিক্রি করে আসছে। মঙ্গলবার দুপুরে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।