সাকিবদের ধর্মঘট নিয়ে যা বললেন সৌরভ গাঙ্গুলী

Slider খেলা


ঢাকা: সাকিবদের ধর্মঘটের খবর বিদেশি গণমাধ্যমে ছড়িয়ে পড়তে সময় নেয়নি। বিসিবি ক্রিকেটারদের এগারো দফা দাবি মেনে না নিলে নভেম্বরে ভারত সফর অনিশ্চিত হয়ে যাবে।

ঢাকার মতোই উদ্বেগ মুম্বাই-কলকাতায়। ভারতীয় ক্রিকেট বোর্ডের হবু সভাপতি সৌরভ গাঙ্গুলী মনে করেন, এটা একান্তই বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার। এটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অভ্যন্তরীণ ইস্যু। তারাই এর সমাধান করবে। বিসিবির সঙ্গে আমার কথা হয়েছে। আমার বিশ্বাস, বাংলাদেশ অবশ্যই ভারতে খেলতে আসবে।

হিন্দুস্তান টাইমসের খবর, ভারতীয় ক্রিকেট বোর্ড ব্যাপারটিকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় বলেই মনে করছে।

মুম্বাই থেকে নাম প্রকাশে অনিচ্ছুক এক ভারতীয় বোর্ড কর্মকর্তা হিন্দুস্তান টাইমসকে বলেন, ‌‘পুরো ঘটনাটি বিসিসিআই সূক্ষ্ণভাবে পর্যবেক্ষণ করছে। পরবর্তী পদক্ষেপগুলোর ওপরও নজর রাখা হচ্ছে। এটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অভ্যন্তরীণ ব্যাপার। যতক্ষণ না পর্যন্ত বিসিবি থেকে আমাদের কিছু জানানো হচ্ছে, ততক্ষণ এ ব্যাপারে আমাদের কোনো বক্তব্য থাকতে পারে না। আগ বাড়িয়ে এ বিষয় নিয়ে কিছু বলাটা আমাদের ঠিক নয়।’

তিনটি টি২০ ও দুটি টেস্ট খেলতে ৩০ অক্টোবর সাকিবদের দিল্লি যাওয়ার কথা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *