ময়মনসিংহে ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত

Slider জাতীয়


ডেস্ক | ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মোতালেব নামে এক ব্যক্তি মারা গেছেন। ডিবির দাবি, নিহত ব্যক্তি ডাকাত দলের সক্রিয় সদস্য ছিলেন।

গুলিবিদ্ধ অবস্থায় বৃহস্পতিবার রাত সোয়া ১টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া গেলে কর্তব্যরত চিকিৎসক মোতালেবকে মৃত ঘোষণা করেন।

মোতালেবের বাড়ি উপজেলার রসুলপুর ছয়ানি গ্রামে। ডিবি’র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বলেন, বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে আমরা জানতে পারি যে, একদল ডাকাত রসুলপুর আঞ্চলিক সড়কে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। আমাদের দু’টি টিম অভিযান চালায়। ঘটনাস্থলে পৌঁছালে ডাকাত দলের সদস্যরা গুলি চালায়। আত্মরক্ষার্থে ডিবি সদস্যরাও পাল্টা গুলি চালায়।

গুলিবিদ্ধ হওয়ায় মোতালেব ধরা পড়ে। তবে তার সহযোগিরা পালিয়ে যায়। এ সময় আকরাম হোসেন নামে পুলিশের এক উপপরিদর্শক (এসআই) আহত হয়েছেন।
মোতালেবের বিরুদ্ধে ডাকাতির অভিযোগে ৫টি মামলা রয়েছে। ঘটনাস্থল থেকে একটি পাইপগান ও ১৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে বলে জানান শাহ কামাল আকন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *