গাজীপুর: গাজীপুর জেলার কাপাসিয়া থেকে নিঁখোঁজ এক ব্যক্তি কক্সবাজারের মহেশখালী পাহাড় থেকে উদ্ধার হয়েছে। ২ অক্টোবর বিকেলে কাপাসিয়া বাজার এলাকা থেকে তিনি নিঁখোজ হন।
তার নাম প্রদুল চন্দ্র বধর্ন(৫৩) পিতা- অনিল চন্দ্র বধর্ন, গ্রামঃ পানবড়াইদ ইউপি দুর্গাপুর থানা কাপাসিয়া জেলা গাজীপুর।
এ বিষয়ে কাপাসিয়া থানায় মামলা নং ১৬(১০)১৯ রুজু হয়। অতঃপর কাপাসিয়া থানা পুলিশ ভিকটিম উদ্ধারের জন্য তৎপরতা চালায়।
পুলিশ জানায়, আজ বুধবার সকাল সাড়ে ৮টায় কক্সবাজার জেলার মহেশখালী থানাধীন আদিনাথ মন্দিরের পাশ্বের পাহাড় থেকে তাকে উদ্ধার করা হয়। মহেশখালী থানা পুলিশ ও কাপাসিয়া থানার এসআই মোঃ আব্দুল মমিন পিপিএম ও এসআই রাসেল কবির সঙ্গীয় ফোর্সসহ ভিকটিমকে উদ্ধার পূবর্ক প্রথমে মহেশখালি থানা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে কক্সবাজার জেলার ২৫০ শয্যার হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে পুলিশি প্রহরায় কক্সবাজার সদর হাপসাতালে তার চিকিৎসা চলছে।
কাপাসিয়া থানার এস আই মোঃ আব্দুল মমিন পিপিএম জানান, নিঁখোজ ভিকটিমকে উদ্ধার করা হয়েছে। তাকে চিকিৎসা দিয়ে কাপাসিয়ায় নেয়া হবে। ঘটনাটির তদন্ত চলছে। আপাতত কোন মন্তব্য করা যাচ্ছে না।