শিক্ষকদের কারণেই কলেজ-বিশ্ববিদ্যালয়ে বিশৃঙ্খলা দেখা দিচ্ছে: হানিফ

Slider জাতীয় ফুলজান বিবির বাংলা সারাদেশ


কুষ্টিয়া: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ (সদর) আসনের সাংসদ মাহবুব উল আলম হানিফ বলেছেন, ‘ছাত্ররাজনীতির চেয়ে শিক্ষকরাজনীতি বন্ধ হওয়া বেশি জরুরি। শুধু শিক্ষকদের কারণেই কলেজ–বিশ্ববিদ্যালয়গুলোতে বিশৃঙ্খলা দেখা দিচ্ছে।’ বুধবার রাত সাড়ে আটটায় কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়াতে লালন তিরোধান দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করে এ কথা বলেন তিনি।

মাহবুব উল আলম বলেন, ‘আবরারের মায়ের কান্না এখনো আমার কানে ভাসে। ছেলে হারানোর দুঃখ–কষ্ট তিনি কীভাবে সইছেন, সেটা ভাবতেই কষ্ট লাগে।’ মত বা চিন্তার বিরুদ্ধে গেলেই তাঁকে হত্যা করতে হবে, এমন মানুষ চাই না বলেও মন্তব্য করেন তিনি।

সাংসদ মাহবুব উল আলম হানিফ বলেন, ‘আবরার মেধাবী ছিল, তাকে যারা হত্যা করেছে তারাও মেধাবী। এটা পরিষ্কার পাঠ্যবই পড়লেই প্রকৃত মানুষ হওয়া যায় না। ফকির লালন শাহের কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই। তারপরও তাঁর চিন্তা–চেতনা ও দিকনির্দেশনা অনুসরণীয়। লালন শাহ সত্য কথা বলতে ও সুপথে চলতে বলেছেন। সেটা বুকে ধারণ করলে হানাহানি হতে পারে না। জীবনদর্শনে লালনের যে উপলব্ধি, ভাবনা ও উপদেশ, তা মানুষের জন্য বড় প্রয়োজন।’

জেলা প্রশাসক মো. আসলাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে কুষ্টিয়া-১ আসনের সাংসদ আ ক ম সরওয়ার জাহান, কুষ্টিয়া-৪ আসনের সাংসদ সেলিম আলতাফ জর্জ, পুলিশ সুপার এস এম তানভীর আরাফাতসহ আওয়ামী লীগের নেতারা বক্তৃতা করেন। লালন একাডেমির আয়োজনে ও সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায় তিন দিনব্যাপী পালন করা হবে ফকির লালন শাহর তিরোধান দিবস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *