কৃষক হানিফ হত্যা: স্ত্রী-ভাইপোসহ চারজনের মৃত্যুদণ্ড

Slider জাতীয় বাংলার আদালত


ঢাকা: কুষ্টিয়া ভেড়ামারায় কৃষক হানিফ হত্যা মামলায় স্ত্রী, ভাইপোসহ চারজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

দণ্ডপ্রাপ্তরা হলেন ভেড়ামারা উপজেলার আড়কান্দি গ্রামের লরু কসাই ওরফে জাকির প্রামাণিকের ছেলে মো. শ্যামল প্রামাণিক (৪০), মৃত. বাদশা আলী মণ্ডলের ছেলে আসমত আলী মণ্ডল (৪৩), নিহতের ভাইপো মৃত. মিরাজ উদ্দিন খামারুজের ছেলে মুকুল হোসেন (৩৮) এবং নিহতের দ্বিতীয় স্ত্রী দোলেনা বেগম।

আজ বুধবার (১৬ অক্টোবর) বেলা ১১টায় কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অরূপ কুমার গোস্বামী আদালতে আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর (পিপি) অনুপ কুমার নন্দী বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা যায়, ২০১৭ সালে ১১ এপ্রিল ভেড়ামারা উপজেলার থানার মাধবপুরে জমি থেকে কৃষক হানিফের গলাকাটা লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় একইদিন উপজেলা থানায় ছেলে আমিনুল ইসলাম বাদী হয়ে চারজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। ১৫ জুন মামলায় চার্জশিট দাখিল করে পুলিশ।

দীর্ঘ সাক্ষগ্রহণ ও শুনানি শেষে আজ বুধবার জনাকীর্ণ আদালতে এ মামলার রায় দেওয়া হলো। রায় ঘোষণার সময় আদালতে আসামিরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *