ঢাকা: ধৈর্য ধরুন, গরম খবর আসছে বলে সাংবাদিকদের জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ বুধবার সচিবালয়ে সমসাময়িক ইস্যু নিয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে এক প্রশ্নের জবাবে তিনি একথা জানান।
কী ধরনের খবর জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, কী ধরনের খবর সেটা বলে দিলে তো হয় না। সময় আসলে জানতে পারবেন। এরপরও সাংবাদিকরা জানতে চাইলে তিনি বলেন, যখন খবরটা পাবেন তখন দেখবেন। আগে বলে দিলে সারপ্রাইজ থাকবে না।
এরপর সমসাময়িক নানা বিষয় নিয়ে প্রায় আধাঘণ্টা ধরে কথা বলেন তিনি। শেষ দিকে সাংবাদিকেরা জানতে চান শুরুতে বলেছিলেন একটা গরম খবর, সময় এলে জানাবেন বলেছেন। কী ধরনের গরম খবর? অভিযান নিয়ে কোনো গরম খবর? সম্রাটকে নিয়ে কোনো খবর? তার আপডেটটা কী?
এসব জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, আমিতো বলছি ধৈর্য ধরুন, অপেক্ষা করুন। এটা কি সম্রাটের ক্ষেত্রে প্রযোজ্য নাকি আরো অনেকের ক্ষেত্রে এ প্রশ্নে তিনি বলেন, না, আমি কিছু বলবো না।
এদিন সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সঙ্গে ওবায়দুল কাদেরের সাক্ষাতের কথা রয়েছে। নিউইয়র্কে জাতিসংঘ পরিষদের সাধারণ অধিবেশনে যোগদান শেষে প্রধানমন্ত্রী দেশে ফেরার পর তার সঙ্গে এই বৈঠকের কথা রয়েছে দলের সাধারণ সম্পাদক কাদেরের।