গাজীপুরে ডাকাতের হামলায় স্বামী নিহত, স্ত্রী আহত

Slider গ্রাম বাংলা


গাজীপুর: গাজীপুরের দক্ষিণ সালনা এলাকায় ডাকাতদের ধারালো অস্ত্রের কোপে ও মারধরে গৃহকর্তা আবদুর রউফ (৬৫) নিহত ও তার স্ত্রী মাজেদা খাতুন (৫০) আহত হয়েছেন। মাজেদাকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গাজীপুর সিটি কর্পোরেশনের স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর তানভীর আহমেদ জানান, নগরের দক্ষিণ সালনা এলাকার কৃষক আবদুুর রউফ এর বাড়িতে গত রাত দু’টার দিকে ৭-৮ জনের সশস্ত্র ডাকাতদল হানা দেয়। দরজা ভেঙে ঘরে ঢুকে ডাকাতরা বাড়ির লোকজনকে বেঁধে ফেলে ও মারধর করে আসবাবপত্র তচনছ করে এবং স্বর্ণালংকার ও টাকা পয়সা নিয়ে যায়।

ডাকাতদের ধারালো অস্ত্রের কোপে ও মারধরে মারাত্মক আহতাবস্থায় রউফ ও তার স্ত্রীকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রউফকে মৃত ঘোষণা করেন। আর নিহতের স্ত্রীকে ভর্তি করানো হয়। নিহত কৃষক আবদুর রউফ স্থানীয় মসজিদ কমিটির সভাপতি ছিলেন।

এ বিষয়ে সদর থানার ওসি জানান, খবর পেয়ে সঙ্গে সঙ্গেই তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনাটি ডাকাতি না নাকি পূর্বশত্রুতাবশত: তা নিশ্চিত নয়।
তবে প্রকৃত ঘটনা ঘটনা উদঘাটন ও এর সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করতে পারবেন বলে তিনি আশাবাদী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *