নেপালিদের পালাতে সহায়তা করায় পুলিশের দুই সদস্য বরখাস্ত

Slider জাতীয়


ঢাকা: ডিএমপি কমিশনার আজ বৃহস্পতিবার ডিএমপির সদর দপ্তরে ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন। সেখানে ওই দুজনকে বরখাস্তের কথা জানান তিনি।

ওই দুই পুলিশ সদস্য হলেন: ডিএমপির সহকারী উপপরিদর্শক (এএসআই) গোলাম হোসেন মিঠু ও রমনা থানার কনস্টেবল দীপংকর চাকমা।

এর আগে নাম প্রকাশে অনিচ্ছুক ডিএমপির একজন কর্মকর্তা জানান, ক্যাসিনোসহ অবৈধ লেনদেনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের দুই সদস্যকে তাৎক্ষণিক বদলি করা হয়েছে। এঁদের একজন পুলিশ পরিদর্শক এবং আরেকজন সহকারী উপপরিদর্শক। একজন গোয়েন্দা পুলিশের ‘ক্যাশিয়ার’ নামে পরিচিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *