আ.লীগ ছাড়া কাউকে রাজপথে নামতে দেয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

টপ নিউজ রাজনীতি

shasto৫ জানুয়ারি আওয়ামী লীগ ছাড়া কাউকে রাজপথে নামতে দেয়া হবে না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মুহাম্মদ নাসিম।
শুক্রবার সন্ধ্যায় সিলেট জেলা পরিষদ মিলনায়তবে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ২০১৯ সালের ৫ জানুয়ারির আগে দেশে কোনও জাতীয় নির্বাচন হবে না। সংবিধান অনুযায়ী সময়মতো দেশে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
৫ জানুয়ারি আওয়ামী লীগ ছাড়া কাউকে রাজপথে নামতে দেয়া হবে না। এদিন দশম সংসদ নির্বাচনে নির্বাচিত আওয়ামী লীগ সরকারের উন্নয়ন ও অগ্রযাত্রার ১ম বর্ষপূর্তি বর্ণাঢ্যভাবে পালনে তিনি নেতাকর্মীদের আহবান জানান।
মহানগর আওয়ামী লীগ সভাপতি বদর উদ্দিন আহমদ কামরানের সভাপতিত্বে ও জেলা সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরীর পরিচালনায় সভায় বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুজ জহির চৌধুরী সুফিয়ান, সহ-সভাপতি মাহমুদুস সামাদ চৌধুরী কয়েস এমপি, সহ-সভাপতি আশফাক আহমদ, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ ও যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *