জ্যেষ্ঠ সচিব হলেন চার কর্মকর্তা

Slider জাতীয়


ঢাকা: জ্যেষ্ঠ সচিব হিসেবে পদোন্নতি পেলেন সরকারের চার সচিব। আজ সোমবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

জ্যেষ্ঠ সচিব হওয়া এই চার কর্মকর্তা হলেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের সচিব এন এম জিয়াউল আলম, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব আবু হেনা মো. রহমাতুল মুনিম, নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মো. আলমগীর এবং জননিরাপত্তা বিভাগের সচিব মোস্তফা কামাল উদ্দীন। তাঁরা আগের দপ্তরেই থাকবেন। এ নিয়ে এখন সরকারের জ্যেষ্ঠ সচিব হলেন ১২ জন।

এদিকে যুব ও ক্রীড়াসচিব মো. জাফর উদ্দিনকে বাণিজ্যসচিব করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *