বরিশাল: বরিশাল নগরীতে পৃথক অভিযানে মা-ছেলেসহ ৬ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। শুক্রবার রাতে নগরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে কোতোয়ালি মডেল থানা ও মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যরা।
এর মধ্যে শুক্রবার সন্ধ্যায় বরিশাল নগরের ২১ নম্বর ওয়ার্ডে কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সমীরন মন্ডলের নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে ২৫০০ পিস ইয়াবাসহ ২ জনকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে নগদ এক লাখ টাকা জব্দ করা হয়েছে।
আটক দু’জন হলেন- গোরস্থান রোডের ভাড়াটিয়া বাসিন্দা মাদক ব্যবসায়ী আসমা আক্তার ও তার সহযোগি নগরের রিফিউজি (খালেদাবাদ) কলোনির বাসিন্দা সুমন মৃধা। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম এ খবরের সত্যতা নিশ্চত করেছেন।
এছাড়া একইদিন রাতে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডিবি পুলিশের এসআই মো. দেলোয়ার হোসেনের নেতৃত্বে সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের পূর্ব দিনার ছোনের মসজিদ সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে ওই এলাকার বাসিন্দা হারুন হাওলাদারের স্ত্রী মমতাজ বেগম (৪০) ও তাদের ছেলে সোহাগ হাওলাদারকে (২২) ১৫ পিস ইয়াবাসহ আটক করা হয়।
এছাড়া ডিবির এসআই মো. মহিউদ্দিনের নেতৃত্বে নগরের ১১ নম্বর ওয়ার্ডের চাঁদমারি কলোনি এলাকায় অপর এক অভিযানে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার মিরুখালি এলাকার মো. হিরু মোল্লার ছেলে মিজানুর রহমানকে (২০) ২০০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। ডিবির এসআই ফিরোজ আলম মুন্সির নেতৃত্বে নগরের কাউনিয়া বাঁশের হাটখোলা এলাকায় অভিযান চালিয়ে তিন পিস ইয়াবাসহ একই এলাকার মো. ুস্তম আলী হাওলাদারের ছেলে মো. মাসুদ হাওলাদারকে (২৫) আটক করা হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।