গাজীপুর ডিবিতে মাদক সহ তিন জন গ্রেফতার

Radio Slider গ্রাম বাংলা বাংলার মুখোমুখি


গাজীপুর: পুলিশ সুপার জনাব শামসুন্নাহার পিপিএম মহোদয়ের নির্দেশে, আমীনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার, ডিবি এর সার্বিক দিক নির্দেশনা মোতাবেক ইং ২৮/০৮/২০১৯ তারিখ গাজীপুর ডিবির মাদক বিরোধী স্পেশাল টীম গোপন সংবাদের ভিত্তিতে অফিসার ইনচার্জ, মোহাম্মদ আফজাল হোসাইন সাহেবের তত্বাবধানে পুলিশ পরিদর্শক(নিঃ)/মোঃ শেখ সাদিক এর নেতৃত্বে কালিয়াকৈর শফিপুর বাজারের পূর্ব পার্শ্বে তানহা মেডিকেল এর সামনে টাঙ্গাইল জয়দেবপুর মহাসড়কের পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ঘটনাস্থল থেকে মাদক ক্রয় বিক্রয়কালে মাদক ব্যবসায়ী ১। রত্না (২৭), স্বামী-আঃ করিম, সাং-রতনপুর, থানা-কালিয়াকৈর, জেলা-গাজীপুর, ২। মোঃ আশিক (২০), পিতা-আতিকুল ইসলাম, সাং-নিজ মাওনা, থানা-শ্রীপুর, জেলা-গাজীপুর, এ/পি-সাং-রাজ্জাকের বাড়ীর ভাড়াটিয়া, সাং-রতনপুর, থানা-কালিয়াকৈর, জেলা-গাজীপুরদ্বয়কে গ্রেফতার করে। ১। রত্না এর হেফাজত থেকে ৫০ (পঞ্চাশ) পিচ মাদকদ্রব্য ইয়াবা ট্যবলেট, ২। মোঃ মোঃ আশিক এর হেফাজত হইতে ৫০ (পঞ্চাশ) পিচ মাদকদ্রব্য ইয়াবা ট্যবলেট উদ্ধার করা হয়। এই সংক্রান্তে এসআই(নিঃ)/কাজী শাওন বাদী হয়ে আসামীর বিরুদ্ধে কালিয়াকৈর থানার মামলা নং-৭১, তারিখ-২৯/০৮/২০১৯ খ্রিঃ দায়ের করেন।

এদিকে পুলিশ সুপার জনাব শামসুন্নাহার পিপিএম মহোদয়ের নির্দেশে, আমীনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার, ডিবি এর সার্বিক দিক নির্দেশনা মোতাবেক ইং ২৮/০৮/২০১৯ তারিখ গাজীপুর ডিবির মাদক বিরোধী স্পেশাল টীম গোপন সংবাদের ভিত্তিতে অফিসার ইনচার্জ, মোহাম্মদ আফজাল হোসাইন সাহেবের তত্বাবধানে এসআই (নিঃ)/মোঃ হাফিজ উদ্দিন এর নেতৃত্বে কালীগঞ্জ থানাধীন উত্তর পাঞ্জারা সাকিনন্থ ধৃত আসামী মিঠু আন্তুনী এসেনসন এর একতলা বিশিষ্ট বিল্ডিং এর পশ্চিম উত্তর কোনের রুমের মধ্যে অভিযান পরিচালনা করে ঘটনাস্থল থেকে মাদক ক্রয় বিক্রয়কালে মাদক ব্যবসায়ী ১। মিঠু আন্তুনী এসেনসন (২৬), পিতা-শংকর এসেসন, সাং-পাঞ্জারা, থানা-কালীগঞ্জ, জেলা-গাজীপুরকে গ্রেফতার করে। ১। মিঠু আন্তুনী এসেনসন এর হেফাজত থেকে ১০ (দশ) লিটার মাদকদ্রব্য চোলাইমদ উদ্ধার করা হয়। এই সংক্রান্তে এসআই(নিঃ)/মোঃ সরোয়ার হোসেন বাদী হয়ে আসামীর বিরুদ্ধে কালীগঞ্জ থানার মামলা নং-৩৫, তারিখ-২৯/০৮/২০১৯ খ্রিঃ দায়ের করেন।

প্রেস নোট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *