ষষ্ঠবারের মতো ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ এসপি হারুন

Slider টপ নিউজ


নারায়ণগঞ্জ: মাদক উদ্ধার, মামলার রহস্য উদ্ঘাটন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতিতে বিশেষ অবদান রাখায় ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার হয়েছেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ হারুন অর রশীদ। এ নিয়ে ষষ্ঠবারের মতো ঢাকা রেঞ্জে শ্রেষ্ঠ এসপি হলেন তিনি।

আজ সোমবার সকাল ১০টায় মাসিক অপরাধ সভার সভাপতি ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান এসপি হারুনের হাতে ক্রেস্ট তুলে দেন।

সভা সূত্র জানায়, গত জুলাই মাসে মাদক উদ্ধার, মামলার রহস্য উদ্ঘাটন, ওয়ারেন্ট তামিল, হকার উচ্ছেদ, শিল্প এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষাসহ নারায়ণগঞ্জ জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক হওয়ায় হারুন অর রশীদ চলতি বছরের জুলাই মাসের শ্রেষ্ঠ পুলিশ সুপার মনোনীত হন।

এর আগে এসপি হারুন ২০১৮ সালের ডিসেম্বর ও ১৯ সালের জানুয়ারি-ফেব্রুয়ারি মাসের অপরাধ সভায়ও পরপর তিনবার ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হয়েছিলেন। এ নিয়ে ধারাবাহিকতা ধরে রেখে চলতি বছরের মে, জুন ও জুলাই মাসে একটানা পরপর তিনবারসহ সর্বমোট ষষ্ঠবারের মতো ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ এসপি নির্বাচিত হন তিনি।

এসপি হারুন নারায়ণগঞ্জ জেলায় যোগদানের পর থেকে ভূমিদস্যুদের গ্রেপ্তার, মাদক কারবারিদের গ্রেপ্তারসহ মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা, জঙ্গিবাদ দমন, হকার উচ্ছেদ, রাস্তা দখলমুক্ত করা, প্রভাবশালীদের হাত থেকে ফ্ল্যাট মুক্ত করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর, এতিমদের সম্পত্তি ও মিল-কারখানা ফিরিয়ে দেওয়াসহ বিভিন্ন কাজের জন্য প্রশংসিত হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *