জেএমবির ভারতীয় শাখার আমির গ্রেপ্তার

Slider ফুলজান বিবির বাংলা


কলকাতা: বাংলাদেশে ও ভারতে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাত-উল-মুজাহিদিনের ভারতীয় শাখার ‘আমির’ এজাজ আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে। কলকাতা পুলিশের এসপিএফের গোয়েন্দারা ইনটেলিজেন্স ব্যুরো ও গয়া পুলিসের সহযোগিতায় সোমবার বিহারের গয়ার পাঠানটোলি গ্রাম থেকে ৩০ বছরের এই জঙ্গীকে গ্রেপ্তার করেছে। তাঁকে ট্রানজিট রিমান্ডে কলকাতায় নিয়ে আসার জন্য আদালতে আবেদন জানানো হয়েছে। কলকাতা পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, এজাজ ভারতে জেএমবির হয়ে সংগঠনের কাজে লাগানোর জন্য যুবকদেও সংগ্রহ করার দায়িত্ব পালন করত। কওসর ও সারাউদ্দিনের মত জেএমবির শীর্ষ জঙ্গীদের সঙ্গেও তার নিয়মিত যোগাযোগ ছিল। পুলিশ জানিয়েছে, বেশ কিছু জেএমবি সংক্রান্ত অভিযোগে তাকে খোঁজা হচ্ছিল। পেশায় কেমিক্যাল ইঞ্জিনিয়র এজাজ পশ্চিমবঙ্গেও বীরভ’মের পাড়–ইয়ের বাসিন্দা। তবে সে বেশ কিছুদিন ধরেই গয়াতে আত্মগোপন করে থাকছিল।

খাগড়াগড় ও বুদ্ধগয়া বিস্ফোরণ মামলার আসামী কওসর গ্রেপ্তার হওয়ার পরই ভারতীয় শাখার আমির নিযুক্ত হয়েছিলেন বলে পুলিশ সুত্রে দাবি করা হয়েছে। সূত্রের খবর, কওসরকে জেরা করে ইজাজের সম্বন্ধে প্রথমে জানতে পারে এসটিএফ। এজাজের কাছ থেকে নানা ধরণের জেহাদি কাগজপত্র, ইলেকট্রনিক ডিভাইস পাওয়া গিয়েছে বলে পুলিশ জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *