মাদারীপুরে ডেঙ্গুতে আরও এক নারীর মৃত্যু

Slider বাংলার মুখোমুখি


ডেস্ক: মাদারীপুরে ডেঙ্গুজ¦রে আক্রান্ত হয়ে আরও এক নারীর মৃত্যু হয়েছে। তার নাম সুমি আক্তার (৩০)। শনিবার রাতে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ঢাকায় নেয়ার পথে তিনি মারা যান।

গৃহবধূ সুমির লাশ রাতেই তার বাড়ি উপজেলার কাঁঠালবাড়িতে নেয়া হয়েছে। এ নিয়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে মাদারীপুরে ৮ জনের মৃত্যু হলো।

জানা যায়, গত ২০শে আগস্ট জেলার শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন গৃহবধূ সুমি আক্তার (৩০)। তিনি ওই হাসপাতালেই চিকিৎসাধীন ছিলেন। কিন্তু শনিবার অবস্থার অবনতি ঘটলে রাতেই তাকে ঢাকায় স্থানান্তর করা হয়। পদ্মা পাড়ি দিয়ে ঢাকার পথেই তার মৃত্যু হয়।

সুমি জেলার শিবচর উপজেলার কাঁঠালবাড়ি ঘাট এলাকার স্পিডবোট চালক আনোয়ার ফকিরের স্ত্রী। তার এক মেয়ে ও ২ ছেলে রয়েছে।

শিবচর উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আবদুল মোকাদ্দেস বলেন, এখনও হাসপাতালে ২৪ জন ডেঙ্গু রোগী ভর্তি আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *