জেরুজালামে নতুন বসতি বানাচ্ছে ইসরাইল

সারাবিশ্ব

image_111486_0পূর্ব জেরুজালেমে নতুন ৩৮০টি ইহুদি বসতি নির্মাণের অনুমোদন দিয়েছে ইসরাইল সরকার।বুধবার ইসরাইলি কর্তৃপক্ষ বসতি নির্মাণের চূড়ান্ত অনুমোদন প্রদান করে।
জেরুজালেম শহর কাউন্সিলর ইয়ুসেপ পেপে আলালু বলেন, “সিটি কর্পোরেশন রামোতে ৩০৭ টি এবং হার হোমাতে ৭৩ টি বসতির অবকাঠামো নির্মাণের অনুমোদন দিয়েছে নগর কর্তৃপক্ষ।”

তিনি বলেন, “এ ধরনের সিদ্ধান্তে ফিলিস্তিনিদের সাথে যে কোন সমঝোতার ক্ষেত্রে দূরত্বের তৈরি হবে।”

আমেরিকাসহ বিশ্বের অন্যান্য দেশের চাপ স্বত্ত্বেও নতুন বসতি নির্মাণের পরিকল্পনা নিয়ে এগুচ্ছে ইসরাইল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *