গাজীপুর ডিবিতে তিন চাঁদাবাজ আটক

Slider গ্রাম বাংলা


গাজীপুর: গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, একটি সংঘবদ্ধ চাঁদাবাজ চক্র দেওপাড়া সাকিনন্থ শহীদ ময়েজউদ্দিন সেতুর নিচ দিয়ে কালীগঞ্জ টু জামালপুরগামী পাকা রাস্তা দিয়ে গমনা গমনরত প্রত্যেক ট্রাক ও কভার্ড ভ্যান হইতে জোরপূর্বক চাঁদা উত্তোলন করিয়া আসিতেছে।

উক্ত সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার, গাজীপুর এর নির্দেশক্রমে অতিরিক্ত পুলিশ সুপার, (ডিবি ও ডিএসবি) মোঃ আমীনুল ইসলাম এর দিক নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার, অফিসার ইনচার্জ মোহাম্মদ আফজাল হোসাইন এর তত্বাবধানে জেলা গোয়েন্দা শাখার ইন্সপেক্টর/মনিরুজ্জামান খান এর নেতৃত্বে একটি টীম ইং ৩১/০৭/২০১৯ তারিখ সন্ধ্যা ৬.৩০ ঘটিকার সময় ঘটনাস্থলে পৌছায় এবং ঘটনার সত্যতা পেয়ে অভিযান পরিচালনা করে, শহীদ ময়েজউদ্দিন সেতুর নিচ হইতে জোরপূর্বক চাঁদা উত্তোলনরত অবস্থায় হেমায়েত সিকদার (৪১), পিতা-রহমান সিকদার, ২। মোঃ জহিরুল ইসলাম (৩০), পিতা-মোঃ হাসান সিকদার, ৩। মোঃ সুজন মিয়া (৩০), পিতা-আসাদ মিয়া, সর্ব সাং-দেওপাড়া, থানা-কালীগঞ্জ, জেলা-গাজীপুরগণকে আটক করে। সাক্ষীদের সম্মুখে ধৃত আসামীদের নিকট হইতে কালীগঞ্জ পৌরসভা টোল আদায়ের ০১ টি রশিদ বহি, কিছু রশিদ স্লিপ এবং উত্তোলনকৃত নগদ ৫,৪০/- টাকা উদ্ধারপূর্বক জব্দ করে। আটককৃত আসামীগণ সংঘবদ্ধ চাঁদা আদায় চক্রের সক্রিয় সদস্য এই সংক্রান্তে কালীগঞ্জ থানায় মামলা নং-০১ (৮) ১৯ রুজু হইয়াছে।

প্রেসবিজ্ঞপ্তি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *